http://www.kolkata24live.com/

পন্ডিত দীন দয়াল উপাধ্যায়ের

কলকাতা২৪লাইভ (kolkata24live) :  পন্ডিত দীন দয়াল উপাধ্যায়ের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে বিজেপির 13নং মন্ডল কমিটির পক্ষ থেকে আজ একদিবশীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের অন্তর্গত জটেশ্বর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে।এই এক দিবশীয় প্রতিযোগীতায় মোট আটটি টিম অংশগ্রহণ করে।এই ফুটবল খেলা উপলক্ষ্যে উপস্হিত ছিলেন মাদারিহাট-বীরপাড়া ব্লকের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা ও আলিপুরদুয়ার জেলার অন্যান্য নেতৃবৃন্দ।জাতীয় পতাকা উত্তোলন করে,পন্ডিত দীন দয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও স্মৃতির উদ্দেশ্যে প্রদীপ প্রজ্জ্বলন করে ও ফুটবলে শট মেরে খেলার উদ্বোধন করেন মাননীয় বিধায়ক।

http://www.kolkata24live.com/এই খেলাকে কেন্দ্র করে অনেক দর্শক জমায়েত হয়েছেন স্কুল মাঠে অসম্ভব গরম উপেক্ষা করে,এর পাশাপাশি আজ রবিবার হওয়ায় ও বিশ্বকর্মা পূজা থাকায় ছুটির আমেজ থাকায় দর্শক সংখ্যা বেশি হয়েছে।