http://www.kolkata24live.com/কলকাতা২৪লাইভ (kolkata24live) :   কোচবিহার  : ইলেক্ট্রিকের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে ভস্মীভূত হল ঔষধের দোকান। রবিবার গভীর রাতে দিনহাটা শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় একটি বিলাসবহুল হোটেলের নীচ তলায় থাকা ওষুধের দোকানে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আগুন লাগার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। আধ ঘণ্টা প্রচেষ্টার পর আগুন আয়ত্তে আসে। অগ্নিকাণ্ডে দোকানের ভিতরে থাকা ওষুধ ও অন্যান্য জিনিস সহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছিল।
ক্ষতিগ্রস্থ দোকানের কর্মী ভাস্কর রায় জানান ‘অন্যান্য দিনের মত রবিবার রাত সাড়ে ৯ টা নাগাদ দোকানকর্মীরা দোকান বন্ধ করে বাড়ি যায়। ওষুধের দোকানের থেকে পোড়া গন্ধ বের হতেই হোটেল কর্মীদের সন্দেহ হয়। তারাই দোকানের মালিককে খবর দেয়। ওষুধের দোকানের ভিতরে থাকা ফ্রিজ থেকে শর্ট সার্কিটের ফলেই এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে।