kolkata24liveকলকাতা২৪লাইভ (kolkata24live) : কোচবিহার  কোলকাতার কফি হাউজের কথা সকলেই জানেন। এবার সেই কফি হাউজ শুরু হল দিনহাটাতেও। দিনহাটা ফুলদীঘির সুভাষ উদ্যানে ওই কপি হাউজ করা হয়েছে। দিনহাটা পৌরসভা পরিচালিত ওই কফি হাউজের আনুষ্ঠানিক সূচনা করলেন পৌরসভার চেয়ারম্যান তথা বিধায়ক উদয়ন গুহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক আনন্দ গোপাল ঘোষ, সাধন কর, ডাঃ উজ্জ্বল আচার্যী, ভাবানী শঙ্কর আগরওয়ালা, অসিম নন্দী, পার্থ নাথ সরকার, সাবির সাহা চৌধুরী, হীরক চাকী প্রমুখব্যক্তিবর্গ। অনুষ্ঠান উপলক্ষে নানা অনুষ্ঠান হয়েছে।
উদয়ন গুহ জানিয়েছেন, দিনহাটার মানুষ অনেকেই আড্ডা দিতে ভালোবাসেন। ফুল দীঘির পরিবেশে অনেকেই আড্ডা দেন, এবার থেকে আড্ডা সাথে সাথে কফি হাউজের মজাও নিতে পারবেন। সেই কারনেই পুরসভার এই উদ্যোগ।